শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে গতকাল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মহকুমা শাসক আভেদানন্দ বৈদ্য, বকাফা ও জোলাইবাড়ি ব্লকের বিডিওগণ ছাড়াও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে এক যোগে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের আগে জনগণকে আবহাওয়া সংক্রান্ত খবরা-খবর এবং অতিবৃষ্টি জনিত সংকেতের পূর্বাভাষ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধারকারী স্বেচ্ছাসেবক, ত্রাণ শিবির, ত্রাণ সামগ্ৰী প্রস্তুত রাখা ও ঔষুধ মজুত রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
