প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৯ মার্চ, ২০২৩ তারিখে প্রতিবাদী কলম পত্রিকায় ‘কারা-তে গায়েব ১.৬৬ কোটির ফাইল’ শিরোনামে প্রকাশিত সংবাদটি কারা দপ্তরের নজরে এসেছে। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে কারা দপ্তর থেকে জানানো হয়েছে, ‘প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য। সংবাদে কারা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর নামই ভুল দেওয়া হয়েছে। তাছাড়া ই-প্রিজনস সংক্রান্ত ফাইল কারা দপ্তরেই আছে। কাজেই ফাইল গায়েব হওয়ার খবর ভিত্তিহীন। তাছাড়া ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের মধ্যেই ই-প্রিজনস প্রজেক্ট এস্টাব্লিশ করার কাজ সম্পন্ন হয়ে গেছে। প্রতিটি সরকারি দপ্তরের মতো কারা দপ্তরেও ইন্টারন্যাল অডিট করা হয়েছে এবং অডিট অবজার্ভেশনের উপর প্রক্রিয়াকরণের কাজ চালু আছে।’
দপ্তর থেকে আরও জানানো হয়েছে, ‘প্রকাশিত সংবাদটি দপ্তরের নিষ্ঠাবান কর্মচারীদের মনোবল নষ্ট করে দেওয়ার একটি অপপ্রয়াস। এ ধরনের সংবাদ রাজ্য সরকারকে হেয় প্রতিপন্ন করারও একটি অপপ্রচেষ্টা। এ ধরনের ভিত্তিহীন ও অসত্য সংবাদ থেকে বিরত থাকার জন্য দপ্তর অনুরোধ জানাচ্ছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *