পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে আজ জিলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ভুলন সাহা। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য ও কমিটির বিভিন্ন সদস্য-সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় পূর্ত দপ্তরের জিরানীয়া বিভাগের প্রতিনিধি জানান, ২০২২-২৩ অর্থবর্ষে জিরানীয়া মহকুমার ৫২.৫০ কিলোমিটার রাস্তা সংস্কার ও উন্নয়ন করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়ণে ৪ কোটি ৫৪ লক্ষ ৮ হাজার টাকা ব্যয় হয়েছে। মোহনপুর পূর্ত বিভাগের প্রতিনিধি সভায় জানান, ২০২২-২৩ অর্থবছরে মোহনপুর মহকুমার ৫৪ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। বিশালগড় পূর্ত বিভাগের প্রতিনিধি সভায় জানান, ২০২২-২৩ অর্থবর্ষে ডুকলি ব্লক এলাকায় ২৩.৫ কিলোমিটার রাস্তা সংস্কার ও উন্নয়ন করা হয়েছে। বিদ্যৎ নিগমের ১নং ডিভিশনের প্রতিনিধি সভায় জানান, ২০২২-২৩ অর্থবর্ষে এই ডিভিশনের অন্তর্গত ডিডব্লিউএস স্কিমে ৫৮টি পাম্প হাউজে এবং স্মলবোর স্কিমে ৪১টি পাম্প হাউজে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ নিগমের ২নং ডিভিশনের প্রতিনিধি সভায় জানান, ২০২২-২৩ অর্থবর্ষে এই ডিভিশনের অন্তর্গত ডিডব্লিউএস স্কিমে ৫৯টি, স্মলবোর স্কিমে ১২৮টি এবং ওয়াটাররিসোর্স স্কিমে ৯টি পাম্প হাউজে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি সভায় জানান, ২০২২-২৩ অর্থবছরে পশ্চিম জেলায় ১২টি নির্মাণ কাজ করা হয়েছে। এই কর্মসূচিগুলি বাস্তবায়ণে ৭০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ২০২২-২৩ অর্থবর্ষে পশ্চিম জেলায় ৮টি রাস্তা সংস্কার ও উন্নয়ন করার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ৪টি রাস্তার সংস্কার ও উন্নয়ন কাজ শেষ হয়েছে। আরও ৪টি রাস্তার উন্নয়ন কাজ চলছে। সভায় জানানো হয়, ২০২২-২৩ অর্থবছরে পশ্চিম জেলায় এমজিএন রেগায় ২৮৯টি নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়ণে ২১ কোটি ৯২ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
