রাজ্যের গ্রামীণ এলাকায় ৪,৫৮,৩৬৪টি বাড়িতে পানীয়জলের সংযোগ
জল জীবন মিশন রাজ্যের গ্রামীণ এলাকায় গত অর্থবছর পর্যন্ত ৪,৫৮,৩৬৪টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। এই মিশনে গত ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের গ্রামীণ এলাকায় ১৬ হাজার ৮৬৫টি বাড়িতে পানীয়জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়। এরমধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ৭২৫টি, ঊনকোটি জেলায় ১৩০৬টি, ধলাই জেলায় ৩২৭০টি, খোয়াই জেলায় ২১০৯টি, পশ্চিম ত্রিপুরা জেলায় ১৪৬৩টি, সিপাহীজলা জেলায় ৩৫৮৫টি, গোমতী জেলায় ২১৩৭টি ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ২২৭০টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নোডাল অফিসার এই সংবাদ জানান।
