কুমারঘাটে আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক ভলিবল প্রতিযোগিতা। আগামীকাল বিকেল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। তাছাড়াও উপস্থিত থাকবেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। কুমারঘাটের পূর্ত ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষ ও মহিলা বিভাগে তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। পুরুষ ও মহিলা বিভাগে ৯টি করে মোট ১৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।
