কালবৈশাখী ঝড়ে তছনছ এমবিবি বিমান বন্দরের পার্কিংয়ের জায়গা, ক্ষতিগ্রস্ত ১৮টি বাইক

কালবৈশাখী ঝড়ে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পার্কিংয়ের জায়গা লন্ডভন্ড হয়েছে। প্রাকৃতিক বির্পযয়ে বিশালাকার গাছ ভুপাতিত হওয়ায় ১৮টি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান বন্দরের জনৈক কর্মী জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে কালবৈশাখীর ঝড় আছড়ে পড়ে। তাতে বিশাল আকৃতির একটি গাছ ভুপাতিত হয়েছে। ওই গাছ ভেঙ্গে পড়ে পার্কিংয়ের জায়গায় রাখা ১৮টি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, গাছ উপড়ে পড়ার ফলে বেশ কয়েকটি বাইক চাপা পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, ক্ষতিগ্রস্ত অধিকাংশ বাইক বিমান বন্দরে কর্মরত কর্মীদের ছিল। তবে, বিমানবন্দরে আসা যাত্রীদের পরিজনদের বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বস্তির বিষয় হল, প্রাকৃতিক বিপর্যয়ে কেউ হতাহত হননি।

এদিকে খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ এসেছে। পুলিশ ও দমকল কর্মীদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত বাইক গুলি উদ্ধার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *