এমজিএন রেগায় বিশালগড় ব্লকে ১৯টি ক্যাটেল শেলটার

এমজিএন রেগায় বিশালগড় ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রাণী পালনের জন্য ১৯টি প্রাণীপালক পরিবারকে ক্যাটেল শেলটার ও পিগাড়ি শেড নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি ক্যাটেল শেলটার নির্মাণে ব্যয় হবে ১ লক্ষ ৭৪ হাজার টাকা। তাছাড়া প্রতিটি পিগাড়ি শেড নির্মাণে ব্যয় হবে ৭২ হাজার টাকা। ব্লকের দক্ষিণ মধুপুর, চন্দ্রনগর, গোলাঘাটি, হরিশনগর, চাম্পামুড়া, নবীনগর ও কসবা গ্রামপঞ্চায়েতে ক্যাটেল শেলটার নির্মাণের কাজ চলছে। চাম্পামুড়া, লেম্বুতলি, পাথাড়িয়াদ্বার, মধুপুর ও দেবীপুর গ্রামপঞ্চায়েতে পিগাড়ি শেড নির্মাণের কাজ চলছে। বিশালগড় ব্লক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *