অমরপুর মহকুমা হাসপাতালে আজ থেকে আলট্রা সোনোগ্রাফি পরিষেবা চালু হয়েছে। আজ দুপুরে এক অনুষ্ঠানে বিধায়ক রঞ্জিত দাস এই পরিষেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিধায়ক রঞ্জিত দাস বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য পরিষেবা জেলা ও মহকুমা স্তরে সম্প্রসারণ করছে। মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. প্রসেনজিৎ সরকার জানান, প্রতি সপ্তাহে বুধবার ও শনিবার অমরপুর মহকুমা হাসপাতালে সোনোগ্রাফির পরিষেবা পাওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মন্টি দেবনাথ, অমরপুর বিএসির চেয়ারম্যান রবিত্র জমাতিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা।
