৪১তম আগরতলা বইমেলাএকাদশতম দিনে বইমেলায় মোট ১২, ১০,৩৮৪ টাকার বই বিক্রি

হাবেলী ডিজিটাল ডেস্ক। 6। আগরতলা। ৪১তম আগরতলা বইমেলার গতকাল ছিল দ্বাদশতম দিন। একাদশতম দিনে বইমেলায় মোট ১২ লক্ষ ১০ হাজার ৩৮৪ টাকার বই বিক্রি হয়েছে। গতকাল বইমেলার কবি ও কবিতামঞ্চে বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে রামঠাকুর কলেজের ছাত্রী অনিন্দিতা সিনহা, ত্রিপুরা সরকারি আইন কলজের ছাত্র শুভ্রদীপ শর্মা এবং এমবিবি কলেজের ছাত্র খাফুইয়া রিয়াং। এই মঞ্চে ত্রিপুরার ভাস্কর্য ও চিত্রশিল্পের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চিত্রশিল্পী মিতালী গঙ্গোপাধ্যায়।
এদিকে গতকাল বইমেলার ছবিমুড়া মঞ্চে রাজ্যের শিল্পীগণ আবৃত্তি, সমবেত সংগীত, সমবেত নৃত্য, এককসংগীত, একক অভিনয়, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, জনজাতি সমবেত নৃত্য, একক সংগীত, কী-বোর্ড, তবলা, অক্টোপ্যাড, গিটার ও ব্যাস গিটারে অংশনেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পী শুভাশীষ কর। এদিকে আজ বাংলাদেশের লেখক সাদাত হোসাইন এবং লেখক মাজহারুল ইসলাম আগরতলা বইমেলায় উপস্থিত ছিলেন। এবছর আগরতলা বইমেলায় লেখক সাদাত হোসাইন এর লেখা নতুন উপন্যাস ‘শঙ্খচূড়’ ও ‘সে এসে বসুক পাশে’ প্রকাশিত হয়েছে। এছাড়া এবছর লেখক মাজহারুল ইসলামের লেখা ‘মৃতের পাসপোর্ট’ এবং তার সম্পাদনায় ‘ত্রিপুরার গল্প’ বই দু’টি প্রকাশিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *