Habely Patrika | Read Latest Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা খবর from Tripura's Leading Newspaper

হনুমান জয়ন্তীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বৃহস্পতিবার প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) । ৪৪ তম বর্ষে পা দিয়েছে কেন্দ্রের শাসক দল। বিজেপির এই বর্ষপূর্তি উপলক্ষে এদিন দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নয়া দিল্লির সদর দফতর থেকে বিজেপি-র কার্যকর্তাদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির কার্যালয় থেকে নরেন্দ্র মোদীর ভাষণ সম্প্রচার করা হবে। দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানান।

এদিন তিনি বলেন, “সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানাই। হনুমানজী সর্বশক্তিমান, তিনি সমস্ত অসাধ্য় সাধন করতে পারেন। এত শক্তিমান হয়েও তিনি নম্র। আমরা হনুমানজীর থেকে অনুপ্রাণিত। আজ ভারত নিজের দক্ষতা ও ক্ষমতা বুঝতে পারছে ঠিক যেভাবে হনুমানজী নিজের শক্তি বুঝেছিলেন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি হনুমানজীর থেকেই অনুপ্রাণিত। আমরা যদি হনুমানজীর গোটা জীবনটা দেখি, তবে দেখব যে সব করতে পারি এই মানসিকতাই তাঁকে সমস্ত সাফল্য অর্জন করতে সাহায্য করেছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *