রেগা : আমবাসা ও গঙ্গানগর ব্লকে

হাবেলী ডিজিটাল ডেস্ক।6 । আগরতলা। ৯ লক্ষ ৬৩ হাজার ৩৩০ শ্রমদিবসের কাজ
গত অর্থবছরে এমজিএন রেগায় ধলাই জেলার আমবাসা ও গঙ্গানগর ব্লকে ৯ লক্ষ ৬৩ হাজার ৩৩০ শ্রমদিবসের সৃষ্টি হয়েছে। দুটি ব্লকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে গত অর্থবছরের ৩১ মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে ২০ কোটি ৪২ লক্ষ ২৫ হাজার ৯৬০ টাকা। এই প্রকল্পে জেলার আমবাসা মহকুমার আমবাসা ব্লকে ৬ লক্ষ ৭২ হাজার ৭০৫ শ্রমদিবসের কাজ হয়েছে। ব্যয় হয়েছে ১৪ কোটি ২৬ লক্ষ ১৩ হাজার ৪৬০ টাকা। গঙ্গানগর ব্লকে ২ লক্ষ ৯০ হাজার ৬২৫ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ৬ কোটি ১৬ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা। এই প্রকল্পে আমবাসা ব্লকে ৭৬.০৪ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। তাছাড়া গঙ্গানগর ব্লকে গড়ে ৮৯.৩৭ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। ধলাই জেলাশাসক ও সমাহর্তার কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *