হাবেলী ডিজিটাল ডেস্ক।6 । আগরতলা। রূপাইছড়ি ব্লকে বৈষ্ণবপুর এডিসি ভিলেজে আগামী ১৫ ও ১৬ এপ্রিল রাজ্যভিত্তিক সাংগ্রাই উৎসব ও মেলা-২০২৩ অনুষ্ঠিত হবে। এই উৎসবকে সফল করে তোলার জন্য গতকাল সাব্রুম নগর পঞ্চায়েত কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মাইলায়ু মগ। এমডিসি কনজঅং মগ, মগ সোসিও কালচারেল অর্গানাজেশনের সচিব দোঅং মগ, সাব্রুম মহকুমার মহকুমা শাসক বিধান চন্দ্র রায়, মহকুমা পুলিশ আধিকারিক নমিত পাঠক, রূপাইছড়ি ব্লকের বিডিও অভিজিৎ মজুমদার প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়েছে রাজ্যভিত্তিক সাংগ্রাই উৎসব উপলক্ষে বিভিন্ন দপ্তরের ১২টি প্রদর্শনী মন্ডপ খোলা হবে। মেলার উৎসবের প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
