অসম বিধানসভায় আজ যখন বাজেট অধিবেশন চলছে, তখন নির্দলীয় (রাইজর দল) বিধায়ক অখিল গগৈ মোবাইল ফোন ব্যবহার করেছেন, অধ্যক্ষ বিশ্বজিত দৈমারির কাছে অভিযোগ করেছেন সংসদীয় পরিক্ৰমা দফতরের মন্ত্ৰী পীযূষ হাজরিকা।
এক মৌখিক প্ৰশ্নের সাপ্লিমেন্টারি উত্তর দেওয়ার সময় বক্তব্যের মাঝে মন্ত্ৰী পীযূষ হাজরিকা হঠাৎ অধ্যক্ষকে সম্বোধন করে বলেন, ‘অধ্যক্ষ মহোদয়, সদনে কোনও এক সদস্য মোবাইল ফোন ব্যবহার করছেন। তিনি মোবাইলে কথা বলছেন! সদনে মোবাইল ব্যবহার কি করা যায়?’
অখিল গগৈকে উদ্দেশ্য করে মন্ত্ৰী পীযূষ হাজরিকার অভিযোগ শুনে বিধায়ক অখিল গগৈ এর বিরোধিতা করেন৷ কিন্তু অধ্যক্ষ বিশ্বজিত দৈমারি রুলিং দিয়ে বলেন – ‘আপনি সদনে মোবাইল ব্যবহার করতে পারেন না৷ থামুন, কোনও যুক্তি দেখাবেন না৷ সদনে কী কথা হচ্ছে, তার প্রতি মনোযোগ দিন৷ আপনাকে বলছি, আজ থেকে আপনি সদনে মোবাইল ফোন নিয়ে আসবেন না৷’
অধ্যক্ষের রুলিঙে মন্ত্ৰী পীযূষ হাজরিকা বলেন, ‘অধ্যক্ষ মহোদয়, মোবাইল আনতে দিন। তবে সদনে তা ব্যবহার করা ঠিক নয়৷’