হাবেলী ডিজিটাল ডেস্ক। 6 । আগরতলা। খোয়াই মহকুমার মহকুমা শাসক কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি মহকুমা প্রশাসনের কনফারেন্স হলে আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডিসিএম রূপাঞ্জন দাস, পুরপরিষদের উপনির্বাহী আধিকারিক হেমন্ত ধর, ডিসিএম ঝুনান চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর প্রমুখ। বৈঠকে ডিসিএম রূপাঞ্জন দাস বিভিন্ন দপ্তরের সমন্বয়ের মাধ্যমে আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সচেতন হতে সকলের প্রতি অনুরোধ জানান। বৈঠকে অগ্নি নির্বাপক মহকুমা কার্যালয়ের স্টেশন অফিসার অমল দেববর্মা যে কোনও ধরনের আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় কি কি ব্যবস্থা নেওয়া উচিত সে সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বৈঠকে উপস্থিত ছিলেন বন, পূর্ত, শিক্ষা, বিদ্যুৎ, প্রাণীসম্পদ বিকাশ, ডিডব্লিউএস, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা কার্যালয়ের আধিকারিক ও কর্মীগণ।
