হাবেলী ডিজিটাল ডেস্ক।6। আগরতলা। সালেমা ব্লকে ৪,৯৭৭টি পরিবারকে পাকা আবাস
প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীন প্রকল্পে গত দুই অর্থবছরে (২০২১-22 ও 2022-23) অর্থবছরে ধলাই জেলার সালেমা ব্লকে ৪ হাজার ৯৭৭টি পরিবারকে পাকা আবাস নির্মাণে মঞ্জুরী দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৩ হাজার ৩৫২টি পরিবারের আবাস নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকা। এই যোজনায় ব্লকে ৪ হাজার ৮৯৫টি পরিবারকে প্রথম কিস্তির ৪৮ হাজার টাকা, ৪ হাজার ৪২৪টি পরিবারকে দ্বিতীয় কিস্তির ৫০ হাজার টাকা ও ৩ হাজার ৮৬৪টি পরিবারকে তৃতীয় কিস্তির ৩২ হাজার টাকা দেওয়া হয়েছে। ধলাই জেলা শাসক ও সমাহর্তা কৰ্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।
