হাবেলী ডিজিটাল ডেস্ক। 6। আগরতলা। মনু ব্লকে ১৩,০৭১টি বাড়িতে পানীয়জলের সংযোগ
জল জীবন মিশনে গত অর্থবছরে ধলাই জেলায় মনু ব্লকে ১৩ হাজার ৭১ টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। তাছাড়া জেলার ছামনু ব্লকে গত অর্থবছরে ৫ হাজার ১৮৬টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। জেলা পানীয়জল ও স্বাস্থ্য বিধান কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।
