হাবেলী ডিজিটাল ডেস্ক।6। আগরতলা। জল জীবন মিশনে রাজ্যের গ্রামীণ এলাকায় গত অর্থবছরে ৪ লক্ষ ৪৯ হাজার ২৪০টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। এই মিশনে গত ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজ্যে গ্রামীণ এলাকায় ৯,৯৭০টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ৪২৮টি, ঊনকোটি জেলায় ৫০২টি, ধলাই জেলায় ১৬৪২টি, খোয়াই জেলায় ১২২১টি, পশ্চিম ত্রিপুরা জেলায় ১২১ ১টি, সিপাহীজলা জেলায় ১৮০০টি, গোমতী জেলায় ১৬৭০টি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৪৯৬টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের নোডাল অফিসার এই সংবাদ জানান৷
