ভারত সরকারের বন্দর, জাহাজ যোগাযোগ ও জলপথ মন্ত্রক থেকে জানানো হয়েছে যে এই মন্ত্রকের অধীন ইন্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটিতে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রার্থীদের জন্য ৪০টি আসন সংরক্ষিত রয়েছে। এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ম্যারিন ইঞ্জিনিয়ারিং, নটিক্যাল সায়েন্স, ন্যাভেল আর্কিটেকচার, ওসেন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং এন্ড রিপেয়ার, লজিস্টিকস ম্যানেজমেন্ট, পোর্ট ম্যানেজমেন্ট ইত্যাদি পড়ার সুযোগ পাবেন। উল্লেখ্য, মন্ত্রকের সাগরমালা কর্মসূচি ও ম্যারিটাইম ইন্ডিয়া ভিশন ২০৩০ এর অঙ্গ হিসেবে আগামী দিনে যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে এই সুযোগ সৃষ্টি করা হয়েছে।
