সমীরণ স্মৃতি টি-‌২০ ক্রিকেটে জয় অব্যাহত স্ফুলিঙ্গ ক্লাবের

হাবেলী ডিজিটাল ডেস্ক। ৫ র্মাচ। আগরতলা। ইউ বি এস টি-‌র বাধা অনায়াসেই টপকালো দ্বিমুকুট জয়ী স্ফুলিঙ্গ ক্লাব। টানা ২ ম্যাচে জয়লাভ করে আপাতত লিগ টেবিলের শীর্ষে স্ফুলিঙ্গ। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত মঙ্গলবার সকালের ম্যাচে স্ফুলিঙ্গ   উইকেট পরাজিত করে ইউ বি এস টি-‌কে। ইউ বি এস টি-‌র গড়া ১১৫ রানের জবাবে স্ফুলিঙ্গ ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেট প্রতিযোগিতায়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কৃষ্ণ কমল আচার্য-‌র দুরন্ত ব্যাটিংয়ে শুরুটা ভালো করেছিলো ইউ বি এস টি। কিন্তু স্ফুলিঙ্গের বোলারদের দাপটে শেষটা ভালো হয়নি। এবং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কৃষ্ণ কমল ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫,সানি ভৌমিক ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং আশিষ চক্রবর্তী ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। স্ফুলিঙ্গের পক্ষে জয়দীপ ভট্টাচার্য (‌৩/‌৩৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দেন স্ফুলিঙ্গের ব্যাটসম্যান-‌রা। দল ১২.‌৪ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে জয়দীপ বনিক ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌৩৫ এবং সন্দীপ তোমর ১০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে২১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে বিক্রম কুমার দাস ২১ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং শ্রীদাম পাল ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। ইউ বি এস টি-‌র পক্ষে সুজিৎ দেবনাথ (‌১/‌১৮) এবং অমন সিং (‌১/‌৩৬) উইকেট পেয়েছেন।‌‌ ‌

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *