মৎস্য উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জনের লক্ষ্যে পর্যালোচনা বৈঠক মৎস্যমন্ত্রীর

হাবেলী ডিজিটাল ডেস্ক। ৫ র্মাচ। আগরতলা। মৎস্য দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর মঙ্গলবার প্রথমবারের মতো দপ্তরের আধিকারিক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মহাকরণে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস৷ মৎস্য দপ্তরের দায়িত্ব গ্রহণ করেই রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷ মঙ্গলবার মহাকরণে দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী৷ বৈঠকে রাজ্যে চাহিদা অনুযায়ী মাছ উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়৷ বিগত দিনের কাজ কর্মের পর্যালোচনা এবং বর্তমানে মাছ চাষ করে যাতে চাষীরা ৬ নম্বর হতে পারে এবং রাজ্যের জনগণ চাহিদা অনুযায়ী মাছ পান সে বিষয়ের উপর বিশেষ গুরুত্ব করা হয়৷  মন্ত্রী সুধাংশু দাস জানান আগরতলায় বসে পরিকল্পনা গ্রহণের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে মাছ উৎপাদনে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা সরে জমিনে খতিয়ে দেখবেন দপ্তরের মন্ত্রী আধিকারিক সহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা৷ মৎস্য চাষীদের সঙ্গে এসব বিষয় নিয়ে মতবিনিময় করা হবে৷ সার্বিক পর্যালোচনার মধ্য দিয়ে রাজ্যকে মৎস্য চাষে স্বয়ংবর করে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে৷ প্রতি তিন মাস অন্তর অন্তর দপ্তরের অধিকর্তা সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মন্ত্রী এ ধরনের পর্যালোচনা বৈঠক করবেন বলেও জানিয়েছেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *