হাবেলী ডিজিটাল ডেস্ক। ৫ র্মাচ। আগরতলা। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় গত অর্থবছরে ধলাই জেলার ৪, ১৯৪টি পরিবারকে মৎস্যচাষে সহায়তা দেওয়া হয়েছে। ৫০০টি করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা দেওয়া হয়। এতে জেলার ৬০৬.১২ হেক্টর জলাশয় মৎস্যচাষের আওতায় এসেছে। এজন্য ব্যয় হয়েছে প্রায় ৩৪ লক্ষ ৩৯ হাজার টাকা। জেলায় এই যোজনায় আরও ৩৪০টি পরিবারকে মৎস্যচাষে সহায়তা দেওয়া হবে। জেলা মৎস্য কার্যালয়ের উপঅধিকর্তা টিকেন্দ্রজিৎ জমাতিয়া এ সংবাদ জানান।
