ভারতে ২৩-হাজারের গন্ডি পেরোল সক্রিয় রোগী; দৈনিক-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ৪,৪৩৫, মৃত্যু আরও ১৫ জনের

ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, রোজই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৩৫ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ১৫ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ২৩,০৯১-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মোট কোভিড-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৭,৩৩,৭১৯-তে পৌঁছেছে। ১৫ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৯১৬-এ পৌঁছে গিয়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৭৯,৭১২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০১,৯৭৯ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,১৬,৩৭৩ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ এপ্রিল সারা দিনে ভারতে ১,৩১,০৮৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *