হাবেলী ডিজিটাল ডেস্ক। ৫ র্মাচ। আগরতলা। জয়ের ধারা অব্যাহত জেসিসি-র। দুই ম্যাচের শেষে সম সংখ্যক পয়েন্ট নিয়ে ইউনাইটেড ফ্রেন্ডসের সমপর্যায়ে থাকলেও পয়েন্ট তালিকায় রান রেটের হিসেবে জেসিসি দ্বিতীয় শীর্ষে রয়েছে। টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনে আজ পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচে ডিএলএস মেথডে জে সি সি ২৫ রানের ব্যবধানে পোলস্টারকে পরাজিত করেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ পুরোপুরি সম্পন্ন হয়নি। তবে ডিএলএস মেথডে শেষ পর্যন্ত জেসিসিকে ২৫ রানে জয়ী ঘোষণা করা হয়। বেলা সোয়া একটা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে জেসিসি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অনিরুদ্ধ সাহার দুর্দান্ত ৬০ রান যথেষ্ট উল্লেখযোগ্য। অনিরুদ্ধ ৪১ বল খেলে চারটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রান সংগ্রহ করে দলের জন্য বড় স্কোর গড়ার পাশাপাশি প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, অভয় দ্বিবেদী ৩৭ রান পেয়েছে। পোলস্টারের দ্বৈপায়ন ভট্টাচার্য ও অমরেশ দাস তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে পোলস্টার ৮.৪ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। পরবর্তী সময়ে টার্গেট ৬৩ রান ধরে ডিএলএস পদ্ধতিতে জিসিসি-কে ২৫ রানে জয়ী ঘোষণা করা হয়। পোলস্টারের অমরেশ দাস ২১ রানে অপরাজিত ছিল। জেসিসি-র প্রিন্স মৌর্য নয় রানে তিনটি উইকেট পেয়েছিল।
