নিয়মিতভাবে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে : মন্ত্রী সুশান্ত চৌধুরী

হাবেলী ডিজিটাল ডেস্ক। ৫ র্মাচ। আগরতলা। মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণটালিতে স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে ব্রহ্মা-শীতলা-কালীপুজো উপলক্ষে আয়োজিত একটি স্বেচ্ছায় মহতী রক্তদান শিবিরে উপস্থিত থেকে মঙ্গলদীপ প্রজ্জ্বলিত করে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ তিনি বলেন, কোনো মানুষের বিপদে তাঁর পাশে দাঁড়ানো ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একজন আদর্শ মানুষের পরিচয়৷ প্রতি মুহূর্তে একবিন্দু রক্তের জন্য জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে কতশত মানুষ, এটা আমাদের  কোনোভাবেই কাম্য নয়৷ স্বেচ্ছায় রক্তদান করার মধ্য দিয়ে আমরা অনেক মুমূর্ষু প্রাণ বাঁচাতে পারি৷ আমাদের স্বেচ্ছায় রক্তদানের বিনিময়ে  একজন মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব৷ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি৷ ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয়৷ এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য৷  বর্তমানে সরকারি রক্তভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুত আছে৷ বেসরকারীভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে৷ তাছাড়া রোগজীবাণু সংক্রমিত হওয়ার ভয় থাকে৷ সেই কারণে আমাদের সবাইকে উদ্যোগ নিয়ে নিয়মিতভাবে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে৷
সভ্যতার পারস্পরিক নির্ভরশীলতার কর্তব্যমূলক কর্মসূচিগুলির মধ্যে সম্ভবত সবচেয়ে মহৎ এবং পবিত্র কাজটি হলো  মানুষের জীবন বাঁচানো৷ কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের পক্ষে কোন মুমূর্ষু মানুষের জীবন রক্ষা করা সবসময় সম্ভব হয়ে ওঠেনা৷ তাই এক্ষেত্রে সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কাজটি হতে পারে রক্তদান৷ তিনি আরও বলেন,
প্রতিবছর বহু মানুষ কেবলমাত্র রক্তের অভাবে মারা যায়৷ তাই আমাদের শরীরের অতি সামান্য পরিমাণ রক্তের বিনিময়ে যদি আমরা সেই সকল মানুষের জীবন রক্ষায় সক্ষম হই তাহলে তা হবে সভ্য মানব জীবনের পরম সার্থকতা৷  আজকের এই মহতী রক্তদান শিবিরে  রক্তদানকারী সকল রক্তদাতাদের তাঁদের এই সেবামূলক কাজ ও মানসিকতার জন্য তিনিধন্যবাদ জানান৷ তিনি রক্তদান শিবিরে উপস্থিত রক্তদানকারী সকল রক্তদাতাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *