দেশে ফের চোখ রাঙাতে শুরু করেছে কোভিড। করোনা ভাইরাসের প্রজাতি ওমিক্রমনের সাব ভ্যারিয়েন্ট নতুন করে দেশে উদ্বেগ বাড়াতে শুরু করেছে। দেশে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে। যা গত ৬ মাসে সর্বোচ্চ। তবে এই পরিস্থিতির মধ্যে আশ্বাসবাণী শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বিষয়টি নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানালেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন, “ওমিক্রমনের সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা সেভাবে বাড়েনি। ফলে এখনই এব্যাপারে উদ্বেগের কারণ নেই। তবে আমাদের সতর্ক হওয়া জরুরি। তাই” বিষয়টি পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
