দু’দিন বাদেই ভারতীয় জনতা পার্টির ৪৩ তম প্রতিষ্ঠা দিবস ।আর প্রতিষ্ঠা দিবস উদযাপনের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা সম্প্রচারের পরিকল্পনা করেছে পদ্ম শিবির। দেশজুড়ে ১০ লক্ষ জায়গা থেকে এই সম্প্রচার করা হবে। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বিজেপির জাতীয় প্রধান কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করবেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপর দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির কার্যালয় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা সম্প্রচার করা হবে। আর প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে নিজ নিজ এলাকার দলীয় কার্যালয়ে উপস্থিত হবেন বিজেপির নেতা-কর্মীরা।
