চৈত্রের ভ্যাপসা গরম, একটু বাইরে বেরুলেই ঘেমে একাকার অবস্থা সকলের। তবে গরমের এই দিনগুলিতে স্বস্তি পেতে রসাল ফল তরমুজের জুরি মেলা ভার। এই ফলটি আট থেকে আশি সকলেরই প্রীয়। প্রতি বছরের মত এবছরও গোটা রাজ্যের বিভিন্ন বাজারের সঙ্গে তাল মিলিয়ে তেলিয়ামুড়া বাজারেও তরমুজের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
