খোয়াই মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তেজনসাধারণের চলাচলে বিধিনিষেধ


হাবেলী ডিজিটাল ডেস্ক। ৫ র্মাচ। আগরতলা। সীমান্ত এলাকায় শান্তি ও সুস্থিতি রক্ষায় খোয়াই জেলার অন্তর্গত খোয়াই মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকা পর্যন্ত জনসাধারণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খোয়াই জেলার জেলাশাসক এক আদেশে জানিয়েছেন আগামী ৫ এপ্রিল, ২০২৩ থেকে ৩ জুন, ২০২৩ রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত মিলিটারি / প্যারামিলিটারি ফোর্স এবং রাজ্য পুলিশের কর্মীদের ক্ষেত্রে, খোয়াই জেলার এসপি এবং খোয়াই মহকুমার মহকুমা শাসকের বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে, অফিসের জরুরি কাজে নিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে এবং এখনই চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তির ক্ষেত্রে বিধিনিষেধে ছাড় রয়েছে। জেলাশাসক আদেশে জানিয়েছেন আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *