হাবেলী ডিজিটাল ডেস্ক। ৫ র্মাচ। আগরতলা। খোয়াই জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হলে আজ জেলা সড়ক নিরাপত্তা বিষয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলাশাসক ডি কে চাকমা। সভায় জেলায় সড়ক দুর্ঘটনা রোধে জনসাধারণকে সচেতন করে তোলার পাশাপাশি জেলার দুর্ঘটনা প্রবণ এলাকাগুলি চিহ্নিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় জেলাশাসক জেলার দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে সচেতনতামূলক সাইনবোর্ড লাগানোর নির্দেশ দেন। তাছাড়াও সভায় সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার আয়োজন করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুভাষ চন্দ্র সাহা, খোয়াই মহকুমার মহকুমা শাসক বিজয় সিনহা, জেলা পরিবহণ আধিকারিক অঞ্জন দাস প্রমুখ।
