হাবেলী ডিজিটাল ডেস্ক। ৫ র্মাচ। আগরতলা। উদ্বোধনী দিনে হবে আগামীকাল দুটি ম্যাচ। সকাল সাড়ে আটটায় বিদ্যাসাগর স্কুল খেলবে আসাম রাইফেলসের বিরুদ্ধে এবং দুপুর দেড়টায় প্রনবানন্দ স্কুল খেলবে বড়দোয়ালি স্কুলের বিরুদ্ধে। দুটি ম্যাচই হবে ড. বি আর আম্বেদকর স্কুল মাঠে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-১৭ বালিকাদের স্কুল ক্রিকেটে। প্রথমবর্ষ আসরে অংশ নিয়েছে ৬ টি স্কুল: বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়, প্রনবানন্দ বিদ্যামন্দির, বড়দোয়ালি স্কুল, ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির, আসাম রাইফেলস এবং নন্দননগর স্কুল। ২০ ওভারের হবে খেলা। আসরের শেষ ম্যাচ হবে ১৭ এপ্রিল। আসরের শীর্ষে থাকা দল চ্যামপিয়নের শিরোপা পাবে। এদিকে আসরের প্রথম ম্যাচে সাফল্য পেত ৪ দলই নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে। যেহেতু এবারই প্রথম হচ্ছে ওই আসর, ফলে খুব একটা ভালো খেলা আশা করা যাচ্ছে না। তারপরও প্রতিটি ক্রিকেটার চাইছে নিজেদর সেরাটা দিয়ে নির্বাচকদের নজর কেড়ে নিতে। ওই আসরের মধ্য দিয়ে প্রতিভাবান ক্রিকেটার বের করে আনিবে রাজ্য ক্রিকেট সংস্থা।
