চৈত্র মেলার প্রস্তুতি পূর্ব খতিয়ে দেখতে শকুন্তলা রোড ও জ্যাকসন গেট পরিদর্শন করলেন মেয়র

চৈত্র মেলার প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার রবিবার শকুন্তলা রোড ও জ্যাকসন গেট এলাকা পরিদর্শন করেছেন৷  চৌঠা এপ্রিল থেকে আগরতলা শহরের শকুন্তলা রোড ও জ্যাকসন গেইট এলাকায় আগরতলা পুরো নিগমের ব্যবস্থাপনায় চৈত্র মেলা অনুষ্ঠিত হচ্ছে৷৷ মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত অর্থাৎ ১১ দিন৷ গরিব অংশের ব্যবসায়ীরা যাতে চৈত্র মাসে আগরতলা শহরে এসে ব্যবসা করে আশানুরূপ আয় উপার্জন করতে পারেন সেই লক্ষ্যেই প্রতিবছরের মতো এবছরও পুর নিগম মেলার ব্যবস্থা করে দিচ্ছে৷  তবে মেলায় যেসব ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করবেন তাদের কাছ থেকে কোন ধরনের জায়গা ভাড়া বা কর আদায় করবে না নিগম কর্তৃপক্ষ৷  গরিব অংশের ব্যবসায়ীদের কথা চিন্তা করেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ রবিবার মেলার প্রস্তুতি-পূর্ব খতিয়ে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্ণের জবাবে মেয়র বলেন কিছু কিছু লোক টাকা পয়সা আদায় করার জন্য চেষ্টা চালাচ্ছে বলে যে সব মৌখিক অভিযোগ পাওয়া যাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ প্রামাণ্য তথ্য পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *