কেন্দ্রে সরকার পরিবর্তন ঘটলে প্রথমেই ধস নামবে উত্তর পূর্বাঞ্চলে : বীরজিৎ সিনহা

এবার ময়দানে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকারের পতন ঘটবে বলে তিনি দাবি করেন৷  কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর সাংসদ সদস্য পদ কেড়ে নেওয়ার ঘটনার পর থেকে দেশজুড়ে বিজেপি বিরোধী হাওয়া চাঙ্গা করার জন্য কংগ্রেস দল মরিয়া প্রয়াস শুরু করেছে৷ ত্রিপুরাতেও একই সুরে কথা বলে কংগ্রেসের পালে হাওয়া দেওয়ার চেষ্টা চালাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ রবিবার আগরতলা কংগ্রেস ভবনে দলীয় নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি শোচনীয় ভাবে পরাজিত হবে এবং কংগ্রেসের নেতৃত্বে দেশে নতুন সরকার গঠন হবে৷ দলীয় নেতা কর্মীদের হতাশাগ্রস্ত না হয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তিনি দৃঢ়তার সঙ্গে বলেন কেন্দ্রে সরকারের পরিবর্তন ঘটলে প্রথমেই ধস নামবে উত্তর পূর্বাঞ্চলে৷
এদিকে, পবিত্র বিধানসভায় পর্ন ছবি দেখার ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে জনমানের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷৷ রাজ্যের গণ্ডি পার হয়ে গোটা দেশেই বিষয়টিকে  কেন্দ্র করে রীতিমতো  বিতর্কের ঝড় উঠেছে৷ শাসক দলের বিধায়ক যাদব লাল নাথ এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়ার ঘটনা খুবই উদ্বেগ জনক৷ বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানিয়ে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ কংগ্রেসের প্রবীণ বিধায়ক গোপাল রায় রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদল বিজেপির বিধায়ক দেবনাথের পনর্ো ছবি পবিত্র বিধানসভায় বসে দেখার ঘটনাকে কুরুচিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন৷ এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর জন্য কংগ্রেস বিধায়ক গোপাল রায় দাবী জানিয়েছেন৷ তদন্তক্রমে শাসকদলের বিধায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দাবি জানিয়েছেন৷ এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী সিনেমা ও পবিত্র বিধানসভায় শাসক দলের বিধায়কের পূর্ণ ছবি দেখার ঘটনাকে নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷ এ ধরনের ঘটনা পবিত্র বিধানসভার মর্যাদা হানি করেছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *