পুলিশের জালে খোয়াই এর এক কুখ্যাত নেশা কারবারি৷মঙ্গলবার রাত্রি সাত ঘটিকায়,বাইজালবাড়ি ফাড়ি এবং খোয়াই থানার যৌথ অভিযানে দিলীপ বর্মন নামে সুকটি সহকারে ৮৯ বোতল ফ্যান্সিডেল আটক করে খোয়াই থানায় নিয়ে আসা হয়৷ নেশা কারবারি দিলীপ বর্মন৷ তার বাড়ি খোয়াই পহমুডা৷ সে দীর্ঘদিন যাবত খোয়াই সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় নেশার কারবার চালাচ্ছে৷ এলাকায় নেশা কারবারি হিসাবে পরিচিত দিলীপ বর্মন পুলিশের চোখে এক প্রকার ধুলো দিয়ে তার রমরমা নেশা বাণিজ্য চালাচ্ছে৷ নেশা বাণিজ্যের সাথে যুক্ত হয়ে তার কামাই ও হচ্ছে দেদার৷ পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল শনিবার তাকে হাতেনাতে পাকড়াও করলো এক সাগরেদ সহ৷ খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া বলেন, নেশা কারবারি দিলীপ বর্মনের কাছ থেকে৷ বেশ কিছু নেশা ফেনসিডল আটক করা হয় একটি বোতলের বাজারদর ৫০০ টাকা হবে৷ এই অনুযায়ী নেশা সামগ্রী বাজারদর ৪৪৫০০টাকা৷
