রবিবার বটতলায় সংগঠনের কার্যালয়ে মজদুর মনিটরিং সেল ও গভমেন্ট আয়ুর্বেদিক ডক্টর এসোসিয়েশনের উদ্যোগে আয়ুর্বেদিক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ মজদুর মনিটরিং সেল ও গভমেন্ট আয়ুর্বেদিক ডক্টর এসোসিয়েশনের উদ্যোগে রবিবার বটতলায় সংগঠনের কার্যালয়ে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয়৷ এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনেও এ ধরনের স্বাস্থ্য শিবির করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে৷ আগরতলায় আয়ুর্বেদিক হাসপাতালে আগামীকাল থেকে রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা- নিরীক্ষার সুযোগ পাওয়া যাবে বলে এদিন স্বাস্থ্য শিবির থেকে জানানো হয়৷ এছাড়া এখনো যেসব এলাকায় আয়ুর্বেদিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়নি সেসব এলাকাতেও দ্রুত আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে
