রবিবার ভারতীয় জনতা পার্টি খোয়াই মণ্ডল আই টি এস এম-র উদ্যোগে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল , মিষ্টি বিতরণ করা হয়৷ বিজেপি- আই পি এফ টি সরকার প্রতিষ্ঠার একমাস পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নেয় কার্যকর্তারা৷ উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাপস কান্তি দাস সহ অন্যান্য নেতৃত্বে৷ খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার জানান নির্বাচনে বিজেপি-র আই টি সেল এবং এস এম টিম অক্লান্ত পরিশ্রম করেছে৷ কেবল নির্বাচন এবং সংগঠনের প্রচার প্রসারের মধ্যে তারাসীমাবদ্ধ থাকেন না৷ সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত রয়েছে তারা৷ তারই অঙ্গ হিসাবে এই উদ্যোগ বলে জানান তিনি৷
