ইকো ও বাইকের সংঘর্ষে আহত চালক

বিশালগড়ের নারাউড়া বাইপাস সড়কে  ইকো গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে গুরতর ভাবে আহত হল বাইক চালক৷ বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা আহত বাইক চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত বাইক চালককে আশঙ্কা জনক অবস্থায় হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দেন৷ জানাযায় বাইক নিয়ে উত্তম কুমার কর আগরতলা যাওয়ার পথে বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পরেন৷ ইকো  গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পরে আহত হন উত্তম কুমার কর৷ বর্তমানে হাপানিয়া হাসপাতালে চিকিৎসা চলছে আহত বাইক চালকের৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *