দীর্ঘ দিন ধরে আসাম-আগরতলা জাতীয় সড়কের কাজ চলছিল৷ বর্ষার কারনে ৪৫ মাইল এলাকায় ভূমিধসের ফলে বেশ কিছু পরিবার প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ বিশেষ করে যোগাযোগের সমস্যা সহ একাধিক সমস্যার কারনে বেশকিছু পরিবার আঠারমুড়া ভিলেজের অন্তর্গত ৪৫ মাইল এলাকার একটি বিদ্যালয় সহ দুইটি অঙ্গনওয়াড়ি সেন্টারে শরণার্থী হিসাবে থাকতে শুরু করেছে৷ শুক্রবার রাত থেকে তাদের এই অবস্থায় থাকতে হচ্ছে৷ এই ঘটনার খবর পেয়ে শনিবার মন্ত্রী বিকাশ দেববর্মা সমস্যা সমাধানের জন্য প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে মন্ত্রী বিকাশ দেববর্মা শরণার্থী পরিবার গুলির সদস্যদের সাথে কথা বলেন৷ শরণার্থী হিসাবে আশ্রয় নেওয়া ৪৬ টি পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দেন৷ পাশাপাশি তাদের সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকদের৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান সমস্যার বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা অবগত হয়েছেন৷ আগামীদিনে তাদের এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে৷
