হাবেলী ডিজিটাল ডেস্ক।
২৭ র্মাচ। আগরতলা।
রাজ্যের বিশিষ্ট কবি চন্দ্রকান্ত মুড়াসিং আকস্মিক মৃত্যু হয়। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে সর্বত্র নেমে আসে শোকের ছায়া।
প্রতিদিনের মত আজও প্রাত: ভ্রমনে বেরিয়ে ছিলেন। তিনি স্থানীয় আস্তাবল ময়দানে অন্যান্যদের সাথে প্রাত: ভ্রমণ শেষ করে ময়দানে এক পাশে চেয়ারে বসে বিশ্রাম নিতে ছিলেন। আচমকা চেয়ার থেকে তিনি পড়ে যান। সাথে থাকা অন্যরা তাকে তুলে বসানোর চেষ্টা করেন। সেখান থেকে তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া পর চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।চিকিৎসক জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি সাহিত্য একাডেমী সহ রাজ্য সরকারের কাছ থেকে সাহিত্য চর্চা জন্য পুরস্কার পেয়েছেন ।
উনার মৃত্যু তে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন শোক শন্ততপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
