আজ থেকে রাজ্য বিধানসভা অধিবেশন শুরু

হাবেলী ডিজিটাল ডেস্ক।২৪ র্মাচ । আগরতলা।

ত্রয়োদশ বিধানসভা প্রথম অধিবেশন আজ থেকে শুরু হবে। চলবে ২৮ র্মাচ পর্যন্ত।২৪ ,২৭ অধিবেশন বসবে।
বিধানসভা নিয়ম অনুযায়ী আজ সকাল এগারোটায় রাজ্য পাল ভাষনের মধ্যে দিয়ে অধিবেশন শুরু হবে।
রাজ্যপালের ভাষন শেষে অধ্যক্ষ নির্বাচন করা হবে।
অধ্যক্ষ নির্বাচন করতে শাসক দল বিধায়ক বিশ্ববন্ধু সেন গতকাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কংগ্রেস এবং সি পি আই এম যৌথ ভাবে কংগ্রেস বিধায়ক গোপাল রায়কে অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। যদিও বিরোধী দল তিপ্রা মথা দল কংগ্রেস এবং সি পি আই এম প্রার্থী কে সর্মথন করার প্রস্তাব দিয়ে পরবর্তী তে নডে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি এখনো ধাঁধা য় রয়েছে।
শাসকদলের পক্ষে ভোট সংখ্যা ৩১+১=৩২ টি। বিরোধী দল তিপ্রা মথা দল ১৩ টি । কংগ্রেস ৩টি এবং সি পি আই এম ১১টি ভোট রয়েছে।তিন দল জোট হলে পরে মোট সংখ্যা ২৭ টি হয়। বিরোধী দল শাসক দলের ভোট ভাঙ্গানোর চেষ্টায় ওরা প্রার্থী দিয়েছে।আদৌ বিরোধী দল শাসকদলের বিক্ষুব্ধ দের ভোট টানতে সক্ষম হয় কিনা তার দিকে সকলের নজর।
অধ্যক্ষ নির্বাচন হবার পর প্রথম অধিবেশনে ভোট অন একাউন্ট পেশ করা হবে। পরবর্তী তে পূনাঙ্গ বাজেট পেশ করা হবে। তখন আবার অধিবেশন বসবে।