আগরতলা ব‌ইমেলা আজ সন্ধ্যায় সূচনা

হাবেলী ডিজিটাল ডেস্ক। ২৪ র্মাচ। আগরতলা।
আজ সন্ধ্যা সাড়ে পাঁচ টায় ৪১ তম আগরতলা ব‍ই মেলা শুরু হচ্ছে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে। চলবে ৫ র্মাচ পর্যন্ত। এই মেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সাংসদ সদস্য প্রানগোপাল দত্ত।
এই বারের ব‌ইমেলার ভাবনা হল বসুধৈব কুটুম্ব কম।
এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ।পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। এই বারের মেলায় ১৭৬ টি স্টল রয়েছে। বাংলাদেশ থেকে এই বার প্রচুর প্রকাশক ও বিক্রেতা এসেছে। রয়েছে কলকাতা,আসাম, দিল্লী প্রকাশকগন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *