বিধায়কদের শপথ ১৬ র্মাচ

হাবেলী ডিজিটাল ডেস্ক।
১০ র্মাচ। আগরতলা।

আগামী ১৬ র্মাচ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত করা হবে। বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন পোটেম স্পীকার বিনয় ভূষণ দাস। তিনি পানিসাগর বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচনে জয়ী হয়েছেন।
রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য আগামী ১৫ র্মাচ পোটেম স্পীকার বিনয় ভূষণ দাস কে শপথ বাক্য পাঠ করাবেন।
উল্লেখ্য গত ৮ র্মাচ মুখ্যমন্ত্রী পদে ডাক্তার মানিক সাহা কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য। সেই দিন সাথে আরো ৮ জন বিধায়ক কে মন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করিয়েছেন।
উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গননা করা হয় ২ রা মার্চ। ভারতীয় জনতা পার্টি ৩৩ আসন নিয়ে দ্বিতীয় বারের জন্য পুনরায় রাজ্যের ক্ষমতায় আসে।
বিধায়কের শপথ বাক্য পাঠ করানোর পর বিধানসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ ,মুখ্যসচেতক নির্বাচন করা হতে পারে।
ধারণা করা হচ্ছে এই বার ও আগের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ দায়িত্ব দেয়া হতে পারে।
অন্যদিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিক দিয়ে বিরোধী দলের মর্যাদা লাভ করে তিপ্রা মথা দল। তাদের বিধায়ক সংখ্যা ১৩ জন।
অপরদিকে সি পি আই এম এবং কংগ্ৰেস জোট বিধায়ক সংখ্যা হল ১৪ জন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।