হাবেলী ডিজিটাল ডেস্ক।
১০ র্মাচ। আগরতলা।
আগামী ২৪ র্মাচ ৪১ তম আগরতলা বইমেলা হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা গ্ৰাউন্ডে এই বার ও অনুষ্ঠিত হবে। মেলা চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
এই মেলায় বহিরাজ্য এবং পাশ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের প্রকাশকগন ও তাদের বইয়ের বিশাল আয়োজন নিয়ে হাজির থাকবেন বলে জানা গেছে।বই মেলাকে সফল করে তুলতে ইতিমধ্যে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগ গ্ৰহন করেছে।
উল্লেখ্য রাজ্য বিধানসভা নির্বাচন থাকায় ফেব্রুয়ারি মাসে বইমেলা অনুষ্ঠিত হয় নি। নতুন রাজ্য সরকার ক্ষমতায় আসার পরপরই রাজ্যসরকার বইমেলা করার উদ্যোগ নিয়েছে।
