হাবেলী ডিজিটাল ডেস্ক।
৯ মার্চ। আগরতলা।
আজ সকালে মহাকরণে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পৌরহিত্যে প্রথম কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়।
কেবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছেন স্বচ্ছতাকে অগ্ৰাধিকার দিয়ে কাজ করা হবে। দুর্নীতি কে প্রশ্রয় দেয়া হবে না বলে তিনি জানিয়েছেন।
নতুন সরকার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও খাদ্য সহ বিভিন্ন বিষয়কে অগ্ৰাধিকার দিয়ে কাজ করার উপর জোর দেয়া হয়েছে।ঊন্নয়নের সুযোগ প্রান্তিক ব্যক্তির কাছে পৌঁছে দেয়াই প্রধান লক্ষ্য।
রাজ্যে বসবাস রত জনজাতি অংশের জনগন বিভিন্ন সমস্যার মধ্যে আজ ও রয়েছে। তাদের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের প্রতি বিশেষ নজর দেয়া হবে।
তিনি আরো বলেন তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মা সাথে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী শ্রীসাহা বলেন গ্ৰেটার
তিপরাল্যান্ড দাবি নিয়ে কোন আলোচনা করা হবে না। এই দাবিকে রাজ্য সরকার সমর্থক করে না। উপজাতিদের উন্নয়ন নিয়ে আলোচনা করতে সরকার প্রস্তুত।যে কোন সমস্যা নিয়ে রাজ্য সরকার আলোচনা করতে রাজী ।
তিনি আরো বলেন আজকের বৈঠকে ধন্যবাদ জানানো হয়েছে নির্বাচন কমিশন,আরক্ষা প্রশাসন , সহ অন্যান্য কর্মচারীদের। গত ১৬ ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পরে ২ রা মার্চ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।
তিনি আরো বলেন এই বার প্রথম রাজ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ নিয়ে কোন অভিযোগ নেই। বৈজ্ঞানিক রিগিং ও ছাপপা ভোটের অভিযোগ ও নেই। নির্বাচনে র ফল ঘোষণা হবার পর রাজ্যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি।
কিন্তু ভোটের ফলাফল প্রকাশ হবার পর রাজ্যে একটা স্বার্থানেশী চক্র আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করছে।
আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আইন আইনের পথে চলবে।আইন শৃঙ্খলা অবনতি হবার চেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে বলে তিনি জানিয়েছেন।
আজকের বৈঠকে আরও সিদ্ধান্ত হয় শীঘ্রই বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে। এই জন্য বি জে পি বিধায়ক বিনয়ভূষন দাস কে পোটেম স্পীকার পদে নিয়োগ করা হবে।
তারপর ভোট অফ একাউন্স বাজেট জন্য অধিবেশন আহ্বান করা হবে। পরে পূনাঙ্গ বাজেট তৈরী করা হবে।
আজকের প্রথম কেবিনেট বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ, প্রনজিৎ সিংহরায়, শান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, সুধাংশু দাস, টিঙ্কু রায়, বিকাশ দেবর্বমা, শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিত ছিলেন। আগামী দুই এক দিনের মধ্যেই মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হবে বলে মুখ্যমন্ত্রী শ্রীসাহা জানিয়েছেন।