হাবেলী ডিজিটাল ডেস্ক।
৮ র্মাচ। আগরতলা।
রাজ্যের দ্বিতীয় বি জে পি এবং আই পি এফ টি জোট মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল এগারোটায় স্থানীয় স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য প্রথমে মুখ্যমন্ত্রী পদে ডাক্তার মানিক সাহাকে শপথ বাক্য পাঠ করান।
তারপর রাজ্য পাল একে একে রতনলাল নাথ, প্রনজিৎ সিংহরায়, শান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, বিকাশ দেবর্বমা, সুধাংশু দাস এবং শুক্লাচরণ নোয়াতিয়াকে শপথ বাক্য পাঠ করান।
সুশান্ত চৌধুরী হিন্দী এবং শুক্লাচরণ নোয়াতিয়া ককবরক ভাষায় শপথ বাক্য পাঠ করেন। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীগন বাংলা ভাষায় শপথ বাক্য পাঠ করেন।
আজ কের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, অরুনাচল প্রদেশ মুখ্যমন্ত্রী প্রেম খান্ড, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং , মনিপুরের মুখ্যমন্ত্রী এন,বিরেন সিং,সাংসদ বিপ্লব কুমার দেব,সাংসদ রেবতী ত্রিপুরা, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা,রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেবর্বমা সহ রাজ্যের অন্যান্য বিধায়ক এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ অফিসারগন।
উল্লেখ্য ডাক্তার মানিক সাহা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে আজ শপথ গ্রহণ করেছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আগে এবং পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
মন্ত্রী সভায় বি জে পি থেকে ৮জন এবং আই পি এফ টি -১জন শপথগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের নিয়ে মোট ৯ জন সদস্য শপথ গ্রহণ করেছেন।আরো তিন জন মন্ত্রীর পদ শূন্য রয়েছে।
বিধায়ী মন্ত্রীসভা থেকে নতুন মন্ত্রীসভায় স্থান পেয়েছেন রতনলাল নাথ, প্রনজিৎ সিংহরায়, শান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী।
এবারে নতুন করে মন্ত্রী সভায় স্থান পেয়েছেন টিঙ্কু রায়, বিকাশ দেবর্বমা, সুধাংশু দাস এবং শুক্লাচরণ নোয়াতিয়া।
বিধায়ী মন্ত্রীসভার যাদেরকে মন্ত্রীসভায় স্থান পান নি ।এরা হলেন মনোজ রায়, ভগবান দাস, রামপদ জমাতিয়া এবং রামপ্রসাদ।
রাজ্যের ৮টি জেলার মধ্যে ৬ টি জেলা থেকে মন্ত্রীসভায় স্থান দেয়া হয়েছে।পশ্চিম জেলা থেকে মুখ্যমন্ত্রী, রতন লাল নাথ ও সুশান্ত চৌধুরী।
গোমতী জেলা থেকে প্রনজিৎ সিংহরায়। দক্ষিণ জেলা থেকে শুক্লাচরণ নোয়াতিয়া। উত্তর জেলা থেকে শান্তনা চাকমা,। উনকোটি জেলা থেকে দুই জনকে মন্ত্রীসভায় স্থান পেয়েছেন।এরা হলেন টিঙ্কু রায় এবং সুধাংশু দাস।
তেলিয়ামুড়া জেলা থেকে বিকাশ দেবর্বমা মন্ত্রীসভায় স্থান পেয়েছেন।
সিপাহী জেলা এবং ধলাই জেলা থেকে এই বারের নতুন মন্ত্রীসভায় কাউকে স্থান দেয়া হয় নি।
মন্ত্রীসভায় জনজাতিদের মধ্যে থেকে তিন জন স্থান পেয়েছেন। তফশিল উপজাতি থেকে একজন মন্ত্রীসভায় স্থান পেয়েছেন।
আজকের মন্ত্রীসভায় পাঁচ জন অভিজ্ঞতা সম্পন্ন। বাকি চার জন নতুন। সকলেই ক্যাবিনেট মন্ত্রী।
বি জে পি -৩২ জন এবং আই পি এফ টি -১ জন । জোট সরকারের মোট বিধায়ক – ৩৩ জন।
বিরোধী দলের মধ্যে রয়েছে তিপরা মথা দলের বিধায়ক ১৩ জন ।সি পি আই এম -১১ এবং কংগ্ৰেস দলের -৩ জন মিলে মোট বিধায়ক ১৪ জন।
আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিপরা মথা দলের কোনো বিধায়ক উপস্থিত ছিলেন না।
রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজনৈতিক সন্ত্রাস চলতে থাকে। তাতে রাজ্যে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িঘর সহ বিভিন্ন বিষয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রতিবাদে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে সি পি আই এম। উপস্থিত ছিল না কংগ্রেস বিধায়কগনও।
উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হয়েছিল। ভোট গননা হয়েছিল ২ রা মার্চ।