পরিষদীয় নেতা নির্বাচিত হলেন ডাক্তার মানিক সাহা

হাবেলী ডিজিটাল ডেস্ক।

৬ র্মাচ। আগরতলা।

পরিষদীয় নেতা নির্বাচিত হলেন ডাক্তার মানিক সাহা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শ্রীসাহার প্রস্তাব করেন। উপস্থিত সকল বিধায়কগন এই প্রস্তাব কে সমর্থন জানিয়েছেন। আজ সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির রাজ্য অফিসে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক বসেছিল। সেই বৈঠকে পরিষদীয় নেতা নির্বাচিত হবার সময় আসাম রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রভারী হিসাবে উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সম্বিত পাত্র।

ডাক্তার মানিক সাহা পরিষদীয় দলনেতা নির্বাচিত হবার পর সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল কাছে ছুটে গিয়ে নতুন মন্ত্রীসভা গঠন করার প্রস্তাব প্রেস করেছেন। শ্রীসাহার সাথে রাজ ভবনে উপস্থিত ছিলেন রাজ্য পর্যবেক্ষক সম্বিত পাত্র, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ রেবতী ত্রিপুরা এবং আই পি এফ টি শুক্লাচরণ নোয়াতিয়া ।

পরিষদীয় দলনেতা নির্বাচিত হ‌ওয়ায় ডাক্তার শ্রীসাহা দ্বিতীয় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হবার সুযোগ পেলেন। আগামী ৮ র্মাচ আস্তাবল ময়দানে এক বণাট্য জনসমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী সহ ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উপস্থিত থাকবেন। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মুখ্যমন্ত্রী গন‌ও উপস্থিত থাকবেন। এই সমাবেশে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ মন্ত্রীসভা অন্যান্য সদস্যগন শপথ গ্রহণ করবেন। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যের রাজ্যপাল‌ সত্যদেও নারায়ন আর্য।

উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি রাজ্যে ৬০ টি আসনে ভোট গ্রহণ করা হয়েছিল। ভোট গননা হয়েছে ২ রা মার্চ।বি জে পি এবং আই পি এফ টি জোট ৩৩ টি আসনে জয়ী হয়েছে। সি পি আই এম এবং কংগ্ৰেস জোট ১১টি আসনে জয়লাভ করেছে। এছাড়া তিপরা মথা দল ১৩ টি আসনে জয়লাভ করে বিরোধী দলের মর্যাদা দখল করতে সক্ষম হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *