হাবেলী ডিজিটাল ডেস্ক।
২ রা মার্চ। আগরতলা। উৎকণ্ঠাহীন সুদীপ রায়বর্মন।
বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যখন বিভিন্ন দলের প্রার্থীগন চরম উৎকণ্ঠায় রয়েছেন। আজ ভোট কেন্দ্রে যাবার আগে শ্রীরায়বর্মন বাসায় ভোরের চায়ের কাপে চুমুক দিয়ে গলা ছেড়ে গান গাইতে দেখা যায়।শুধু কি তাই। সেই গানের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন। এই দৃশ্য আর কোন প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নি।
তিনি কেন এতই উৎফুল্ল।এই নিয়ে প্রশ্ন উঠতে পারে। তিনি ধরে নিয়েছেন এইবার ভারতীয় জনতা পার্টির প্রত্যাবর্তন হচ্ছে না।হচ্ছে পরিবর্তন।এখন গননার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কোন দল শেষ হাসি হাসেন।
