হাবেলী ডিজিটাল ডেস্ক।
২৫ ফেব্রুয়ারি। আগরতলা।
আগামী ২ রা ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ভোট গননার ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ হবার পর রাজ্যের সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নেতাসহ সকল অংশের জনগন কাছে আহ্বান জানিয়েছেন।আইন শৃঙ্খলা ভঙ্গ কারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।আজ নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
তিনি আরো বলেন ” আমরা অহিংসার পক্ষে, শান্তির পক্ষে, এই শ্লোগান কে সামনে রেখে আগামী ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি প্রতিটি বুথ কেন্দ্রে শান্তি মিটিং করার নির্দেশ দেয়া হয়েছে। সেই মিটিং এ সকল রাজনৈতিক দল সহ সমস্ত ভোটারদের উপস্থিতি থাকার আহ্বান করেছেন। সকলের সম্মিলিত চেষ্টায় সিদ্ধান্ত গ্ৰহন করা হবে। গনতন্ত্র প্রক্রিয়া মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে। তাকে কেন্দ্র করে কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে।
তিনি আরো বলেন ভোট গ্রহণের পর দুই একটা ছোট খাট ঘটনা সংঘটিত হয়েছে। সেই সব ঘটনার সাথে জড়িতদের ইতিমধ্যে গ্ৰেপ্তার করা হয়েছে। পরে আর কোথাও অপ্রীতিকর ঘটনার সংবাদ নেই বলে তিনি জানিয়েছেন।
নির্বাচন কমিশন,মুখ্যসচিব এবং পুলিশের মহানির্দশক রাজ্যের সব কয়টি জেলায় ছুটে গেছেন। জেলা সদরে জেলার আইনশৃঙ্খলা সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছেন।
এই সময়ে সি বি এস সি পরীক্ষার আরম্ভ হয়েছে। আগামী সপ্তাহে ত্রিপুরা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা আরম্ভ হবে। ভোট গননার ফলাফল কে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে বিশেষ নজর রাখা হবে বলে তিনি জানিয়েছেন। ভোট গ্রহণের দিনের মত গননার পর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।
তিনি আরো জানান ৬০ টি বিধানসভা কেন্দ্রের ভোট গননা করা হবে ২১ টি হলে। ভোট গননা কাজ পর্যবেক্ষন করতে রাজ্যে ৬০ জন পর্যবেক্ষক আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যে এসে পৌঁছে যাবে।তবে আগরতলা উমাকান্ত একাডেমী তে ১৪ টি বিধানসভা কেন্দ্রের ভোট গননা করা হবে। এই কেন্দ্রের ভোট গননা কাজ শেষ হতে কিছুটা সময় লাগতে পারে।অন্যআন্য গননা কে ন্দ্রে দুই বিধানসভা র বেশি নেই। সেই সব কেন্দ্রগুলোর ভোট গননা কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।