১৮ আসন উপর নির্ভর করবে কোন দল ক্ষমতায় আসবে

হাবেলী ডিজিটাল ডেস্ক। ২৩ ফেব্রুয়ারি। আগরতলা।

দ্বিমুখী লড়াই এ যে দল আসন বেশী পাবে। সেই দলের পক্ষে ক্ষমতায় যাওয়া সহজ হবে।
৬০ টি বিধানসভা নির্বাচনে ২০টি এস টি সংরক্ষিত আসন। এই আসনে এই বার ত্রিমুখী লড়াই হয়েছে। ত্রিমুখী লড়াই হলেও ২০ টি আসনে একক ভাবে তিপ্রা মথা দলের পক্ষেই যাবে।বি জে পি এবং কংগ্রেস ও বামফ্রন্ট জোট আসনগুলোতে ভালো ফল করতে পারবেনা বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা। এই সংরক্ষিত আসনে বি জে পি না বামফ্রন্ট কংগ্রেস জোট কে দ্বিতীয় স্থানে থাকবে।তাই নিয়ে চলছে জোর চর্চা।
অপরদিকে অসংরক্ষিত আসন ৪০ টি। এর মধ্যে রাজ্যে গজে ওঠা তিপ্রা মথা সাধারণ আসনের ২২ টি প্রার্থী দিয়েছে। ২২ টির মধ্যে আবার ১০ টি এস সি সংরক্ষিত আসন। এই সংরক্ষিত আসনগুলোতে এস সি সম্প্রদায়দের বসবাস। অধিকাংশ আসনে এস সি সম্প্রদায়দের জনসংখ্যা কম রয়েছেন। সেই সব আসনগুলোতে অন্যান্য সম্প্রদায়ের বসবাস বেশি রয়েছে। আবার এই সব আসনে ৫ থেকে ১০ হাজার পর্যন্ত জনজাতি অংশের ভোটার রয়েছে। জনজাতিদের সাথে এস সি সম্প্রদায়দের ভোট মথার দিকে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সাধারণ সম্প্রদায়ের ভোট বি জে পি এবং বামফ্রন্টের জোটে মেতে পারে বলে অনুমান করা হয়েছে।
বাকি ১২ টি আসন সাধারণ। এই আসনে ও এই বার তিপ্রা মথা দল প্রার্থী দিয়েছে।সাথে লড়াই তে রয়েছে কংগ্রেস জোট এবং বি জে পি। এই সব সাধারণ আসনগুলোতে ৩ থেকে ১৬ হাজার পর্যন্ত জনজাতি ভোটার রয়েছে। এই জনজাতি ভোটারদের বৃহৎ অংশ মথাকে ভোট দিবে। তাতে সন্দেহ কোন অবকাশ নেই। জনজাতিদের ভোটের বাইরে সাধারণ ভোটার রয়েছে। সাধারণ ভোটারদের বৃহৎ অংশ সি পি আই এম কে ভোট দিয়ে দিতে পারে ।বাকি ভোট বি জে পির পক্ষে যেতে পারে। এই আসনগুলোতে প্রথম জনজাতিদের ভোট একদিকে চলে যাচ্ছে।ফলে বামফ্রন্ট এবং কংগ্ৰেস মধ্যে সাধারণ ভোট ভাগাভাগি হ‌ওয়ায় জোট এবং বি জে পি কে জয়ী হবে বলতে পারছেনা

বাকি ১৮ টি আসন। এই আসনগুলোতে দ্বিমুখী লড়াই হবে।বাম জোট এবং বি জে পি মধ্যে সরাসরি লড়াই হবে। এই আসনের মধ্যে যে দল বেশি আসন জয়ী হবে। সেই দলেই ক্ষমতা দিকে ঝুঁকে যেতে পারে।
ফলে ফলাফল এই রকম হতে পারে। তিপ্রা মথা – ২২-১৬ টি। বামফ্রন্ট এবং কংগ্ৰেস জোট ১২-১৬ টি।বি জে পি ১৮- ২২ টি আসনে জয়ী হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *