ভোট পরর্বতী অবস্থা পর্যবেক্ষণে রাজ্যে আসছেন বি জে পি নেতৃত্ব

হাবেলী ডিজিটাল ডেস্ক।
২৩ ফেব্রুয়ারি। আগরতলা।
আগামী কাল ভারতীয় জনতা পার্টির রাজ্য প্রভারী ডা মহেশ শর্মা এবং নির্বাচনের প্রভারী মহেন্দ্র সিং রাজ্যে আসছেন। রাজ্য কমিটির পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।
প্রতিনিধিদ্বয় রাজ্যে এসে রাজ্য কমিটি সহ অন্যান্য পদাধিকারীদের সাথে মিলিত হবেন।
আগামী ২ রা মার্চ ভোট গণনার দিন উভয়ে রাজ্য অবস্থান করবেন। ভোট গননাকে কেন্দ্রকরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে লক্ষ্য রাখতে সকলকে নির্দেশ দেয়া হয়েছে। ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবার পর রাজ্যে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে।তাতে ক্ষোভ প্রকাশ করা হয়েছে ‌। বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাস কারনে বি জে পি কর্মী আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেই সব কর্মীদের বাড়িতে যাবার কথা রয়েছে নেতৃত্বের। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্য নেতৃত্ব।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।