গিল্ডের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত

হাবেলী ডিজিটাল ডেস্ক।
২১ ফেব্রুয়ারি। আগরতলা।
আজ সমগ্ৰ বিশ্বের সাথে রাজ্যে ও ত্রিপুরা পাবলির্শাস গিল্ডের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এই উপলক্ষে গিল্ডের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপর বিভিন্ন ভাষার উপর আলোচনার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করছেন পদ্মকুমারী চাকমা বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।
ককবরক মাতৃভাষা উপর আলোচনায় অংশ নেন রবীন্দ্রকিশোর দেবর্বমা।
চাকমা মাতৃভাষা উপর আলোচনায় অংশ নেন উত্তরা চাকমা।
মনিপুর মাতৃভাষা উপর আলোচনায় অংশ নেন কুমার সিনহা।
মগ মাতৃভাষা উপর আলোচনায় অংশ নেন ঊষাজৈন মগ।
বংচের মাতৃভাষা উপর আলোচনায় অংশ নেন কমল বংচের।
আলোচনা সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
আজ থেকে ৭১ বছর আগে ১৯৫২ সালে মাতৃভাষা মর্যাদা রাখার দাবিতে বর্তমান বাংলাদেশের ঢাকা শহরে আন্দোলনের ঢেউ নেমেছিল। সেই আন্দোলন কে দমন করতে পাকিস্তান পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে সালাম,বরকত,রফিক, শফিউল এবং জব্বার কে হত্যা করেছিল।
পরে জাতিসংঘের শিক্ষা, বিঞ্জান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ৩০ তম সন্মেলন ২৮ টি দেশের সমর্থনে এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।২০০০ সাল থেকে দেশের ১৮৮টি দেশ একযোগে এ দিবসটি পালন করার সিদ্ধান্ত নিয়েছে।এর পর থেকে দিবসটি পালন হয়ে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *